বাজিস-১২ : পিরোজপুর ও পঞ্চগড়ে এসডিজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

140

বাজিস-১২
এসডিজি-কর্মশালা- পিরোজপুর-পঞ্চগড়
পিরোজপুর ও পঞ্চগড়ে এসডিজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : পিরোজপুরের সদর উপজেলায় এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আজ সোমবার টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাসস সংবাদদাতাদের পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদন।
পিরোজপুর : জেলার সদর উপজেলায় আজ সেমাবার এসডিজি বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
নবনির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
এ কর্মশালায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয়ভাবে করনীয় বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পঞ্চগড় : স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়নে দিনব্যাপী এক কর্মশালা পঞ্চগড়ের দেবীগঞ্জে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিট’ (জিআইইউ) যৌথ্যভাবে এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্ধোধন করেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
সহকারি কমিশনার (ভূমি) নীলুফা সরকার-এর পরিচালনায় এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার প্রমুখ।
সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।
বাসস/সংবাদদাতা/১৯০০/-এমকে