বাসস প্রধানমন্ত্রী-২ : রমজানে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

136

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-রমজান-অফিস সময়
রমজানে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
ঢাকা, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দৈনিক অফিসের সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নতুন কার্যসূচি নির্ধারণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজানে প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহর নামাজের বিরতি থাকবে।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ব্যাংক, কোম্পানি, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, সরকার পরিচালিত কল-কারখানা এবং অন্যান্য জরুরি সেবাসমূহ তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
বাসস/এএইচজে/অনুবাদ-এফএন/১৮০৫/-আরজি