সড়ক দুর্ঘটনায় নিহত চেক ফুটবলার সুরাল

178

প্রাগ, ২৯ এপ্রিল ২০১৯ (বাসস) : রোববার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চেক প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড জোসেফ সুরাল।
তুরষ্কের সুপার লিগের ম্যাচে কাসেরিসপরের বিপক্ষে ম্যাচ শেষে ছয়জন সতীর্থসহ একটি ব্যক্তিগত মিনিবাসে করে আলানায়ায় ফিরে আসছিলেন ২৮ বছর বয়সী আলানায়াসপারের এই ফরোয়ার্ড। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তুরষ্কের জাতীয় সংবাদ সংস্থা আনাডোলোর সূত্রমতে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আলানায়ার পাঁচ কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনার পরপরই আহতদের আলানায়া প্রাইভেট আনাটোলিয়ান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরালকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় সুরালের অপর দুই সতীর্থ পাপিস সিসে ও স্টিভেন কলকার আহত হয়েছে।
চেক প্রজাতন্ত্রের হয়ে সুরাল ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের অক্টোবরে নেদারল্যান্ডের বিপক্ষে ইউরো ২০১৬ বাছাইপর্বে ৩-২ গোলে জয়ের ম্যাচটিতে সুরাল ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক গোলটি করেছিলেন।