বাসস দেশ-১০ : মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির র‌্যালি ও সভা করবে

131

বাসস দেশ-১০
জাপা-মে দিবস- কর্মসূচি
মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির র‌্যালি ও সভা করবে
ঢাকা, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে জাতীয় শ্রমিক পার্টি এক আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালির আয়োজন করেছে।
১ মে বুধবার বিকেল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় (কাকরাইল) চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। এছাড়া পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও বিরোধী দলীয় চিফ হুইপ ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ শ্রমিক পার্টির নেতৃবৃন্দ সভা ও র‌্যালিতে অংশ নেবেন।
জাতীয় মটর শ্রমিক পার্টির উদ্যোগে মহান মে দিবসে সকাল ১০টায় দারুসসালাম থানা সংলগ্ন বর্ধন বাড়ী বটতলা মোড়ে এক আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।
বাসস/সবি/এমএআর/১৬৩৫/-আরজি