পদত্যাগে অস্বীকৃতি শ্রীলংকান পুলিশ প্রধানের

196

কলম্বো, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার পুলিশ প্রধান ইস্টার সানডেতে আত্মঘাতী হামলার ঘটনার জন্য পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা পরবর্তী পুলিশ প্রধানের নাম ঘোষণা করার পরও তিনি পদ না ছাড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিরিসেনা শুক্রবার বলেন, পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরা পদত্যাগ করেছেন।
তবে কর্মকর্তারা জানান, জয়সুন্দরা পদত্যাগ পত্র পাঠাননি। তিনি তার সরকারি বাসভবনেই আছেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট দেশটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে পুলিশের উপ-মহাপরিদর্শক চন্দনা বিক্রমেরতেœর নাম ঘোষণা করেছেন।
সিরিসেনা অভিযোগ করেছেন যে চার্চে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে আগাম গোয়েন্দা সতর্কতাকে আমলে নেননি জয়সুন্দরা।
ইস্টান সানডেতে ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ২৫৩ জনের প্রাণহানি ঘটেছে।
ওই কর্মকর্তা আরো বলেন, ‘জয়সুন্দরা প্রেসিডেন্টের আদেশ অমান্য করে স্বপদে বহাল আছেন।’
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জয়সুন্দরের প্রতিক্রিয়া জানা যায়নি।
গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। প্রেসিডেন্ট তার বিরুদ্ধেও একই অভিযোগ করেন।