বাসস বিদেশ-৪ : স্পেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হলেন বন্দি ৫ কাতালান বিচ্ছিন্নতাবাদী

121

বাসস বিদেশ-৪
স্পেন-ভোট-কাতালোনিয়া
স্পেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হলেন বন্দি ৫ কাতালান বিচ্ছিন্নতাবাদী
মাদ্রিদ, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): স্পেনের রোববারের নির্বাচনে সাজাপ্রাপ্ত পাঁচ কাতালান বিচ্ছিন্নতাবাদী জয়লাভ করেছেন। এদিকে আগাম নির্বাচনে তাদের দলগুলো এগিয়ে যাওয়ায় সমাজতান্ত্রিকরা জয় পেয়েছে এবং এ ভোটে রক্ষনশীলদের উত্থানও লক্ষ্য করা গেছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের সাবেক ভাইস-প্রেসিডেন্ট অরিওল জুনকুয়েরাস হলেন নি¤œ কক্ষে বিজয়ীদের অন্যতম।
কাতালানের প্রেসিডেন্ট কার্লোস পুজেমনসহ তিনি ২০১৭ সালে স্পেনের শাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।
তিনি তার ইআরসি বিচ্ছিন্নতাবাদী দলের তালিকা তৈরীর কাজে নেতৃত্ব দেন।
২০১৭ সালের অক্টোবরে স্পেন থেকে বেরিয়ে আসার চেষ্টা চালানো অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর নেতা জর্দি সানচেজ ও কাতালোনিয়া সরকারের মুখপাত্র জর্দি তুরুল।
তারা দু’জনই ছিলেন পুজেমনের দল টুগেদার ফর কাতালোনিয়ার প্রার্থী। পুজেমন গ্রেফতার এড়াতে স্পেন থেকে পালিয়ে যান।
ওই সময়ের কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের অংশীদার জোসেফ রাল নি¤œ কক্ষের নির্বাচনে জয়ী হন।
২০১৭ সালে স্পেন থেকে বেরিয়ে আসার লক্ষ্যে গঠিত কমিটিতে কাতালোনিয়ার পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব পালন করা রাউল রোমেভা সিনেট নির্বাচনে জয়লাভ করেন।
নির্বাচনে বিজয়ী পাঁচজনই কারাগারে রয়েছেন এবং বর্তমানে স্পেনের সর্বোচ্চ আদালতে তাদের বিচার চলছে।
স্পেনের নির্বাচনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক দল জয়লাভ করলেও এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
বাসস/এমএজেড/১-৩০/জুনা