বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে : মোস্তাফা জব্বার

366

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ি বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের প্রাথমিক কর্ম পরিকল্পনা তৈরী করে কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আজ সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ কার্যক্রম বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালানা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ইতোমধ্যেই একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণের ওপর কার্যক্রম শুরু করেছে।