বাসস সংসদ-২ : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে : মোস্তাফা জব্বার

179

বাসস সংসদ-২
হাই-টেক-পার্ক
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে : মোস্তাফা জব্বার
সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।
মোরশেদ আলমের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সকল বিভাগ ও জেলায় হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সকল বিভাগ ও জেলায় এসব হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’
মোস্তাফা জব্বার বলেন, ইতোমধ্যে ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ারে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এবং খুলনা বিভাগের যশোর সদর উপজেলায় ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপন করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’, সিলেট বিভাগে ‘সিলেট ইলেক্ট্রনিক্স সিটি’ এবং গাজীপুর জেলার কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’, স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল বিভাগে হাই-টেক পার্ক/আইটি ভিলেজ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, দেশের উপজেলা পর্যায় পর্যন্ত তথ্যপ্রযুক্তি পার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
বাসস/এমএসএইচ/১৮৩০/অমি