বাজিস-১২ : গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ন খেজুর ধ্বংস, দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

154

বাজিস-১২
গোপালগঞ্জ- জরিমানা
গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ন খেজুর ধ্বংস, দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জ, ২৮ এপ্রিল ২০১৯ (বাসস): জেলার সদর উপজেলায় মেয়াদোত্তীর্ন খেজুর বিক্রির ও ওজনে কম দেয়ার অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাতহাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মেয়াদোত্তীর্ন ২৫ কেজি খেজুর ধ্বংস করা হয়।
রোববার দুপুরে সদর উপজেলার বোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে বাজার অভিযানকালে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে হৃদয় মিষ্টান্ন ভান্ডার ও জেলা সদরের শহরের পুলিশ লাইনস্ মোড়ে আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ন খেজুর রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ওই ২৫ কেজি খেজুর ধ্বংস করা হয়।
পরে শহরের পুলিশ লাইনস্ মোড়ে ওজনে কারচুপির দায়ে আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ- শাখার সাধারণ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/এমকে