বাসস দেশ-৩১ : শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে গণমাধ্যমকর্মীদের আরো সক্রিয় হতে হবে : ইনু

624

বাসস দেশ-৩১
তথ্যমন্ত্রী – ইফতার
শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে গণমাধ্যমকর্মীদের আরো সক্রিয় হতে হবে : ইনু
ঢাকা, ১০ জুন, ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে দারিদ্র্য বিমোচন ও সাম্প্রদায়িকতার বোমা নিষ্ক্রিয়ের কোন বিকল্প নেই। তিনি বলেন, একাজে গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে আরো সক্রিয় হতে হবে।
তথ্যমন্ত্রী রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’ও (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরাম (সাজাফ) আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশ তার চলার পথে জঙ্গি-সাম্প্রদায়িকতার বাধা পেলেও এখন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আবার নিজ পথে হাঁটছে।’
সাজাফ সভাপতি আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সহ-সভাপতি ফারজানা শোভা প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সবি/জেডআরএম/২১০০/কেজিএ