বাসস বিদেশ-১ : শ্রীলংকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ ব্যক্তি আইএস যোদ্ধা : আইএস

281

বাসস বিদেশ-১
শ্রীলংকা-হামলা
শ্রীলংকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ ব্যক্তি আইএস যোদ্ধা : আইএস
কলম্বো, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিহত তিন ব্যক্তিকে নিজেদের যোদ্ধা বলে দাবি করেছে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
আইএস এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার পুলিশের সঙ্গে এক ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ওই তিন ব্যক্তি শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। পূর্বাঞ্চলীয় কালমুনাই শহরের কাছে এ ঘটনা ঘটে। ওই স্থানটি জিহাদিদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে।
আইএস এর প্রোপাগান্ডা ইউনিট আমাক নিউজ এজেন্সিতে দেয়া বিবৃতিতে জিহাদী গোষ্ঠীটি জানিয়েছে, ইসলামিক স্টেট গ্রুপের তিন ব্যক্তি এতে অংশ নেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নিজেদের শরীদের বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানায়, এই সংঘর্ষে ১৫ জন নিহত হয়। এদের মধ্যে তিন নারী ও ছয় শিশু রয়েছে।
খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে হামলার ছয় দিন পর এ ঘটনা ঘটে।
বাসস/ কেএআর/১১০০/এমএবি