পঞ্চম জাতীয় সার্ফিংয়ের ফাইনাল আজ

254

কক্সবাজার, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ।
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের উদ্যোগে (বিএসএ) এবং দেশের অন্যতম শীর্ষ ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় পর্যটন নগরী কক্সবাজারের লাবনী পয়েন্টে গতকাল শুক্রবার শুরু হয় এ প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে মোট ১৫০ জন সার্ফার অংশ নেন। এদের মধ্য থেকে ৬৫ জন সার্ফার চূড়ান্ত পর্বে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে।
পুরুষ, মহিলা ও জুনিয়র (বালক) তিন বিভাগে মোট নয়টি পদকের জন্য লড়াই করা সার্ফারদের নিয়ে আজ কোয়ার্টারফাইনাল ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
কোয়ার্টারফাইনাল ও সেমিফাইনাল পর্বের বাঁধা পেড়িয়ে পুরুষ সিনিয়র বিভাগের ফাইনালে উঠেছেন মান্নান, ইউনুস, সেলিম, শুক্কর।
জুনিয়র (বালক) বিভাগে ফাইনালে উঠেছেন সাগর, জিয়া, হান্নান, জাহেদ।
মহিলা বিভাগের ফাইনালে উঠেছেন রিফা, সুমি, শবে মাহরাজ এবং আয়শা।
আগামীকাল ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এপিডি) ও বিএসএ সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুন।
বিজয়ী সার্ফারদের লক্ষাধিক টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।