বাজিস-১১ : সুনামগঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

125

বাজিস-১১
মৃত্যুবার্ষিকী-আবদুস সামাদ আজাদ
সুনামগঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত
সুনামগঞ্জ, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ নানা আয়োজনে সুনামগঞ্জে পালিত হয়েছে।
আজ সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা সদরে একটি শোকর‌্যালি এবং পরে দুপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরে বাদ জোহর সুনামগঞ্জ কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও আবদুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সুনামগঞ্জ শহরে কাংগালী ভোজের আয়োজন করা হয়।
এদিকে, আবদুস সামাদ আজাদের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, খতমে কুরআন এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮২৫/এমকে