বাজিস-৭ : বগুড়া পুলিশ লাইন্সে রমজান উপলক্ষে ৮শ’ দুস্থ পরিবারের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ

180

বাজিস-৭
বগুড়া-বিতরণ
বগুড়া পুলিশ লাইন্সে রমজান উপলক্ষে ৮শ’ দুস্থ পরিবারের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ
বগুড়া, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : শনিবার বগুড়া পুলিশ লাইন্স মছির উদ্দিন মঞ্চে আল এমদাদ ফাউন্ডেশন এর সহযোগিতায় ও জেলা পুলিশের আয়োজনে ঈসা ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে পণ্য বিতরণ করা হয়।
দুপুরে পুলিশ লাইন্স মছির উদ্দিন মঞ্চে দুস্থদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি ঈসা ফাউন্ডেশন (ইউএসএ) লিয়াসা ইসমাইল রহমানী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, আনোয়ার হোসেন, সিনিয়র এ এসপি হেলেনা আখতার প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন আল এমদাদ ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজাহারুল আলম। জন প্রতি ১৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন, ২ কেজি আটা, ২ কেজি চিড়া, ২ কেজি খেজুর, ২ কেজি লবন, ২ কেজি চিনি, ২ কেজি সোলা, ১ কেজি গুড়া দুধ, ২০০ মিলিলিটার ট্যাং জুস পাউডার, ৪৪০ গ্রাম সেমাই বিতরণ করা হয়।
বগুড়া জেলার ১২ টি উপজেলার ৮শ” দুস্থ মানুষের মধ্যে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/মরপা