বাসস ক্রীড়া-২ : মালিঙ্গার বোলিং-এ চেন্নাইকে হারালো মুম্বাই

140

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-আইপিএল
মালিঙ্গার বোলিং-এ চেন্নাইকে হারালো মুম্বাই
চেন্নাই, ২৭ এপ্রিল ২০১৯ (বাসস) : শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার বোলিং নৈপুন্যে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৪তম ও নিজেদের ১১তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৬ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বল হাতে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন মালিঙ্গা। এই জয়ে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো মুম্বাই। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ধোনিবিহীন চেন্নাই। ব্যাট হাতে দলীয় ২৪ রানে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। তবে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসকে নিয়ে রানের চাকা দ্রুতই ঘুড়িয়েছেন আরেক ওপেনার রোহিত শর্মা। লুইস ৩২ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রোহিত। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬৭ রান করেন রোহিত। তার ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিলো।
অধিনায়কের বিদায়ের পর দলকে বড় স্কোর এনে দিতে পারেননি মিডল-অর্ডারের দুই হার্ডহিটার ব্যাটসম্যান হার্ডিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। তারপরও ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। হার্ডিক ১৮ বলে ২৩ ও পোলার্ড ১২ বলে ১৩ রান করেন।
জবাবে ১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের পেসার লাসিথ মালিঙ্গার বোলিং তোপে পড়ে চেন্নাই। ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে তারা। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকলে ১০৯ রানেই অলআউট হয় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার মুরালি বিজয়। মুম্বাইয়ের মালিঙ্গা ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত।
বাসস/এএমটি/১৪০০/নীহা