ঢাবিতে সাত গবেষকের প্রাপ্ত ফলাফলের উপর সেমিনার

357

ঢাকা, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : সাত জন গবেষকের প্রাপ্ত ফলাফলের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফ্রেপড ভবনের সেমিনার কক্ষে শিক্ষা প্রকল্প ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশন (ফ্রেপড)-এর উদ্যোগে আয়োজিত আজ এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক কাজী সালেহ আহমেদ।
সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাত জন গবেষকের গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী (তার দু’টি গবেষণা প্রবন্ধ), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাহিদুল কাইয়ুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী রানী সাহা, ফ্রেপড-এর গবেষক মো. নজরুল ইসলাম খান, ফরিদপুর জেলার বোয়ালমারি সরকারী কলেজের শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম।