শ্রীলংকায় সেনা অভিযানে সন্দেহভাজন দু’জন আইএস জঙ্গী নিহত

289

কলম্বো, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): শ্রীলংকার পূর্বাঞ্চলে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেস্টের সাথে সম্পর্কযুক্ত জঙ্গিদের একটি গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে দু’জন নিহত হয়েছে। শনিবার সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু জানান, শ্রীলংকার কালমুনাই শহরে জঙ্গিদের ওই গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানকালে বন্দুকধারীরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি চালালে দুই বন্দুকধারী নিহত হয়।
তিনি আরো জানান, সেখানে ক্রসফায়ারে পড়ে একজন বেসামরিক নাগরিকও নিহত হয়।