কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

257

কক্সবাজার, ২৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের উদ্যোগে অন্যতম শীর্ষ ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় আজ শুরু হয়েছে ‘ওয়ালটন ৫ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা ২০১৯।’ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৫০ জন সার্ফার অংশগ্রহণ করছে। চূড়ান্ত পর্বে ৬৫ জন প্রতিযোগি শিরোপার জন্য লড়বেন।
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে সকাল ১১টায় জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) ও বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারউজ্জামান খান কবীর, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অশোক কুমার, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, বিএসএ’র সহ সভাপতি মো: জেহাদউদ্দিন, সার্ফিং দ্য নেশন (এসটিএন) এর প্রতিষ্ঠাতা মি. টম বাওয়ার, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও বিএসএ’র যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য স্বপন বসু ও বদরুল আলম চৌধুরী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, দৃষ্টিনন্দন খেলা সার্ফিংয়ের প্রতি সবারই আকর্ষণ রয়েছে। পর্যটন বান্ধব খেলাটির উন্নয়নে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। কক্সবাজারে পর্যটকদের মন ভরানো ও বিনোদনের জন্য সার্ফিংই হতে পারে প্রধান আকর্ষণ ও উপলক্ষ।
অনুষ্ঠানের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন বলেন, ‘কক্সবাজারে সার্ফিং কমপ্লেক্স গড়ে তোলার জন্য জেলা প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। জায়গা সংক্রান্ত প্রস্তানবনাটি ভুমি মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘এই প্রথমবারের মতো সার্ফিংয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা পরবর্তী আসরগুলোতেও সার্ফিংয়ের পাশে থাকবো।’
টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘বাংলাদেশের সার্ফিংয়ের সঙ্গে ওয়ালটন ভবিষ্যতে থাকবে। পর্যটন বান্ধব খেলাটির উন্নয়নের জন্য ওয়ালটন সবসময়ই পাশে থাকবে।’
জাতীয় সার্ফিং প্রতিযোগিতার শেষদিন ২৮ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পুরুষ, মহিলা ও জুনিয়র (বালক)। ১ম, ২য় ও ৩য় পুরস্কার সহ তিনটি বিভাগে মোট ৯টি পদকের জন্য লড়ছেন সার্ফাররা। বিজয়ী সার্ফারদের লক্ষাধিক টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।