জুম্মার নামাজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান : শিশু জায়ান চৌধুরীসহ শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

392

ঢাকা, ২৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের প্রতিটি মসজিদে আজ শুক্রবার জুম্মার নামাজের খুতবায় খতিব ও ইমামরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্দেশনা মোতাবেক আজকের জুম্মার খুতবায় এই বয়ান দিয়েছেন ইমাম ও খতিবরা। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেলে একথা জানানো হয়।
এদিকে শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং ওই সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে আজ বাদ জুম্মা বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সাথে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলংকার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইফার ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, ইফার পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো. আনিছুর রহমান সরকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।
এছাড়া শিশু জায়ান চৌধুরীর রূহের মাগফিরাত এবং শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদেও ‘বিশেষ দোয়া ও মুনাজাত’ অনুষ্ঠিত হয়েছে।