বাসস বিদেশ-৬ : পুতিনের সঙ্গে বৈঠকের পর ভ্লাদিভস্তক ত্যাগ করলেন কিম

175

বাসস বিদেশ-৬
রাশিয়া-উত্তর কোরিয়া
পুতিনের সঙ্গে বৈঠকের পর ভ্লাদিভস্তক ত্যাগ করলেন কিম
ভ্লাদিভস্তক (রাশিয়া), ২৬ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক নগরী ছেড়ে গেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্মেলনের পর তিনি এ নগরী ছাড়লেন। সেখানে এ দুই নেতা দু’দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খবর এএফপি’র।
কিমের সাঁজোয়া ট্রেন গ্রিনিজ মান সময় ০৫৩০টায় ভ্লাদিভস্তক নগরী ছেড়ে যায়। এর আগে তিনি সেখানে এক বিদায়ী অনুষ্ঠানে অংশ নেন।
কিম ও পুতিন রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক নগরীতে বৃহস্পতিবার সম্মেলন করেন। এটি ছিল তাদের মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
এই দুই নেতা মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সম্মত হন। এদিকে কিম উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে ‘অসৎ উদ্দেশ্য’ নিয়ে আলোচনা করায় ওয়াশিংটনকে দোষারোপ করেন।
বাসস/এমএজেড/১৪৩৫/এমএবি