বিশ্বকাপের আগে ইনজুরি নিয়ে সর্তক ধোনি

208

চেন্নাই, ২৬ এপ্রিল ২০১৯ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপ মাস খানেক আগে নিজের ইনজুরি নিয়ে সর্তক ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন তিনি। চোট নিয়ে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছিলেন। কিন্তু নিজের ইনজুরি নিয়ে বেশ সর্তক ধোনি। কারন সামনে মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। পুরোপুরি ফিট হয়েই বিশ্বকাপে যেতে চান ধোনি।
চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক ধোনি বলেন, ‘ইনজুরি খুব বড় বেশি আকার ধারন করেনি। তবে কিছুটা সমস্যা এখনও রয়ে গেছে। কিন্তু দ্রুতই সুস্থ হতে হবে। সামনেই বিশ্বকাপ। আমাকে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বকাপই সবার আগে।’
বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে প্রয়োজন বিশ্রামে থাকার পরিকল্পনা করছেন ধোনি। তিনি বলেন, ‘আমার চোট যদি খারাপের দিকে যায়, তা’হলে অবশ্যই বিশ্রাম নিব। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সবাই একটু-আধটু চোট নিয়ে খেলেই থাকে। তবে বিশ্বকাপের জন্য অবশ্যই অনেক চিন্তা ভাবনা করতে হবে ফিটনেস নিয়ে।’
চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখন অবধি বেশি রান করেছেন ধোনি। ১০ ইনিংসে ব্যাট করে ৩১৪ রান করেছেন তিনি। এই ফর্ম বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে বলে জানান ধোনি। তিনি বলেন, ‘এটি টি-২০ ফরম্যাট। বিশ্বকাপ ওয়ানডে ফর্মেটে হবে। ব্যাপক পার্থক্য। তারপরও এখানকার ফর্ম বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী রাখবে আমাকে।’