বাসস ক্রীড়া-৪ : অনুশীলনে ফিরছেন হেলস

148

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-হেলস
অনুশীলনে ফিরছেন হেলস
লন্ডন, ২৬ এপ্রিল ২০১৯ (বাসস) : ব্যক্তিগত কারণে বিশ্বকাপের আগে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষনা দিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। তাই ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পেও দেরিতে যোগ দেয়া কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু নিজের আগের অবস্থান থেকে সড়ে এসেছেন হেলস। আজ-কালের মধ্যেই ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার ঘোষনা দিলেন হেলস।
হেলস জানান, ‘বিশ্বকাপের আগে ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকার ইচ্ছা ছিলো। কিন্তু সেটি আর হচ্ছে না। যেহেতু বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে গেছে। তাই দ্রুতই ক্যাম্পে যোগ দিবো। নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলবো।’
আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা দেখছেন ৩০ বছর বয়সী হেলস। তিনি বলেন, ‘গেল তিন বছর যাবৎ ওয়ানডেতে আমরা দারুন ক্রিকেট খেলছি। বেশিরভাগ ম্যাচেই আমাদের দলগত পারফরমেন্স ফুটে উঠেছে। আমাদের বিশ্বকাপ দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এই দল নিয়ে শিরোপা জয়ের দারুন এক সুযোগ রয়েছে আমাদের। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সেরা পারফরমেন্স দিতে দলের সবাই উদগ্রীব হয়ে আছে।’
ইংল্যান্ডের হয়ে ৭০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে হেলসের। ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২৪১৯ রান করেন তিনি।
বাসস/এএমটি/১২৩৫/নীহা