সবজি বহনকারী যানবাহনে চাঁদাবাজির বন্ধে সর্বাত্মক চেষ্টা চলছে : কৃষিমন্ত্রী

289

সংসদ ভবন, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানী ঢাকা শহরে সবজি নিয়ে আসা যানবাহনে চাঁদাবাজির বন্ধে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য আদিবা আঞ্জুম মিতার এক সম্পুরক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয় চাঁদাবাজির বিষয়টি মনিটরিং করে আসছে। বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন নানা কারণে চাঁদা সংগ্রহ করে। সেগুলো নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক সম্পুরক প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্য পন্যের দাম অস্বাভাবিক হবে না।
সরকারি দলের অপর সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় ১৮ লাখ মেট্রিক টন। এ চাহিদা পুরণে প্রতি বছর ১৬ থেকে ১৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করা হয়ে থাকে।’