বাসস দেশ-২৯ : শুক্রবার জুমার খুতবার পূর্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান রাখতে ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান

207

বাসস দেশ-২৯
ধর্ম প্রতিমন্ত্রী – আহবান
শুক্রবার জুমার খুতবার পূর্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান রাখতে ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান
ঢাকা, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ আগামীকাল শুক্রবার জুমার খুতবার পূর্বে বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল ও ভয়াবহতা তুলে ধরে বিশেষ বয়ান রাখার জন্য খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়াও তিনি শ্রীলঙ্কার কলম্বোতে গির্জা ও হোটেলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং জায়ান চৌধুরীর গুরুতর আহত পিতা মশিউল হক প্রিন্সসহ আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আহবান জানিয়েছেন।
শেখ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো ঘৃণ্য ষড়যন্ত্র সহ্য করা হবে না। কোনো প্রকারেই যেন. জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে দেশবাসীকে সজাগ থাকার এবং যে কোনো অশুভ চক্রের বিরুদ্ধে সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বাসস/তবি/কেসি/২০০০/আরজি