বাজিস-১২ : জয়পুরহাট সদরকে ইপিআই মডেল উপজেলা ঘোষণা

161

বাজিস-১২
জয়পুরহাট-ঘোষণা
জয়পুরহাট সদরকে ইপিআই মডেল উপজেলা ঘোষণা
জয়পুরহাট, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : সমন্বিত টিকাদান কর্মসূচী (ইপিআই) সফল ভাবে শতভাগ বাস্তবায়ন হওয়ায় জয়পুরহাট সদর উপজেলাকে ইপিআই মডেল উপজেলা ঘোষণাা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়।
বিশ্ব টিকাদান সপ্তাহ ( ২৪-৩০ এপ্রিল) উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মডেল উপজেলা ঘোষনা করা হয়। এ সময় জয়পুরহাট সিভিল সার্জনের কাছে ইপিআই মডেল উপজেলার ব্যানার হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: রাশেদ মোবারক সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়। রিসোর্স পার্সন হিসেবে পাওয়ার প্রেজেন্টশনের মাধ্যমে জয়পুরহাট জেলাসহ সারা দেশের ইপিআই কার্যক্রম তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা: মওলা বকস্ চৌধুরী। জয়পুরহাট সদর উপজেলার ইপিআই কার্যক্রম তুলে ধরেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডা: হাবিবুল আহসান তালুকদার। বাংলাদেশের ইপিআই কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিডার ডা: রাজেন্দ্র বহেরা।
সভায় জানানো হয়, ১১ হাজার ৩শ শিশুকে সমন্বিত টিকাদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৯ হাজার ৫৮৯ শিশু ও পৌরসভায় ১ হাজার ৭৪১ জন শিশু রয়েছে। ১ম ধাপে ১২ মার্চ সিভিল সার্জনের নেতৃত্বে এবং সর্বশেষ ২য় ধাপে ১৮ মার্চ রাজশাহী বিভাগীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটরের তত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স ও ইম্যুনাইজেশন মেডিক্যাল অফিসারের তত্বাবধানে ১২ টি পরিদর্শন টীম অভ্যন্তরীন সার্ভে সম্পন্ন করেন। সার্ভে র ফলাফলে শতভাগ টিকাদান কর্মসূচী সম্পন্ন হওয়ায় সারা বাংলাদেশের মধ্যে জয়পুরহাট সদরকে ইপিআই মডেল উপজেলা ঘোষণা করা হলো বলে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা: মওলা বকস্ চৌধুরী।
বাসস/সংবাদদাতা/১৯৪৫/মরপা