কৃষি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা এবছর ৭১১ মিলিয়ন মার্কিন ডলার : কৃষিমন্ত্রী

247

সংসদ ভবন, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, চলতি অর্থ বছরে কৃষি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ৭১১ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পক্ষে তিনি আজ সংসদে সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি জানান,২০১৭-’১৮ অর্থ বছরে কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ছিল শতকরা ২১ দশমিক ৭৯ ভাগ।
কৃষিমন্ত্রী সরকারি দলের এনামুল হকের অপর এক প্রশ্নের জবাবে বলেন, গত বছর বাংলাদেশ চা রপ্তানি করে ২০ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ১০৪ টাকা আয় করেছে।
তিনি জানান এ সময়ে মোট ৬ লাখ ৪৫ হাজার ৪৫৪ কেজি চা রপ্তানি করে এ রাজস্ব আয় অর্জিত হয়েছে।