বাসস সংসদ-২ : দেশে কোন খাদ্য ঘাটতি নেই ॥ চাহিদার চেয়ে ২২ লাখ টন খাদ্যবেশী উৎপাদন হয়েছে : খাদ্যমন্ত্রী

166

বাসস সংসদ-২
খাদ্য- উৎপাদন
দেশে কোন খাদ্য ঘাটতি নেই ॥ চাহিদার চেয়ে ২২ লাখ টন খাদ্যবেশী উৎপাদন হয়েছে : খাদ্যমন্ত্রী
সংসদ ভবন, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই।
তিনি আজ সংসদে সরকারি দলের বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার জন্য প্রতিদিন প্রতিজনের ৫০৯ গ্রাম হিসাবে বছরে ৩ কোটি ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন খাদশস্যের চাহিদা রয়েছে। ২০১৭-’১৮ অর্থ বছরে নীট ৩ কোটি ২৮ লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উপাদন হয়। এর মধ্যে ৩ কোটি ১৯ লাখ ৫৫ হাজার টন চাল এবং ৯লাখ ৩৪ হাজার টন অন্যান্য খাদ্যশস্য রয়েছে। এ হিসাবে ২২ লাখ ৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উদ্বৃত্ত উৎপাদন হয়েছে।
খাদ্যমন্ত্রী সরকারি দলের শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে বলেন, আসন্ন বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে মোট ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, এরমধ্যে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন চাল ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ২৬ টাকা, সিদ্ধ চালের প্রতিকেজি ৩৬ টাকা ও আতপ চালের প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, চলতি মাস থেকেই এ সংগ্রহ অভিযান শুরু করা হবে।
বাসস/এমআর/১৭৪৫/-অমি