বাসস দেশ-৮ : ঢাবি’র তিন শিক্ষার্থীর ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার’ বৃত্তি লাভ

160

বাসস দেশ-৮
ঢাবি-বৃত্তি
ঢাবি’র তিন শিক্ষার্থীর ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার’ বৃত্তি লাভ
ঢাকা, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তিন মেধাবী শিক্ষার্থী ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি-২০১৮’ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাহেলা আক্তার, শারমিন আক্তার শিলা ও জান্নাতুল ফেরদৌস মৌ।
আজ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি’র ট্রাস্টি অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে ভিজিটিং প্রফেসর ড. কাজেম কাহদুয়ি এবং বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৫১৮/এমএবি