রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী কিম

223

ভ্লাদিভস্তক (রাশিয়া), ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : উত্তর কোরীয় নেতা কিম জং উন বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের ঐতিহ্যগত সম্পর্ক উন্নয়নে আগ্রহী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসার প্রেক্ষাপটে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তের নগরীতে দুই নেতার মধ্যে বৈঠক শুরুর প্রাক্কালে কিম বলেন, ‘দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে আমি মনে করি। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ইতিহাস রয়েছে। বৈঠকটি আমাদের সম্পর্ককে আরো স্থিতিশীল ও জোরদার করবে।’
কিম বলেন, ‘কোরীয় উপদ্বীপ নিয়ে আমাদের মধ্যকার আলোচনা অত্যন্ত অর্থবহ হবে।’