বাজিস-৪ : নড়াইলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

211

বাজিস-৪
নড়াইল-মাঠদিবস
নড়াইলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
নড়াইল, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় আজ জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার এডভাইজরী সোসাইটি (আস) ও হারভেস্টপ্লাস বাংলাদেশ এর যৌথ উদ্যোয়ে নড়াইল সদর উপজেলার মহারাগ বাঁশতলায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেণ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কর্মকর্তা মজিবর রহমান, আলী হায়দার লিটু, আস এর এরিয়া কোঅর্ডিনেটর সুব্রত কুমার ঘোষ, সাইফুল ইসলাম, কৃষক শাহাজাহান মোল্যা প্রমূখ।
এসময় ১৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে দুইকেজি করে চার হাজার কেজি জিংক সমৃদ্ধ উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় এক হাজার ছয়শত, কালিয়াতে পাঁচশত কৃষক ও লোহাগড়ায় একশত কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ এ ফলন ভালো হওয়ায় চাষাবাদে দিনদিন কৃষকরা আগ্রহী হচ্ছে বলে জানান বক্তরা।
বাসস/সংবাদদাতা/১২৫৭/নূসী