বাসস বিদেশ-২ : কার্লোস ঘোসনকে জামিন দিয়েছে জাপানের আদালত

232

বাসস বিদেশ-২
জাপান-ফ্রান্স-নিশান-ঘোসন-জামিন
কার্লোস ঘোসনকে জামিন দিয়েছে জাপানের আদালত
টোকিও, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): জাপানের একটি আদালত বৃহস্পতিবার কর্লোস ঘোসনের জামিন মঞ্জুর করেছে। এরফলে নিশানের সাবেক এ প্রধান আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগের জবাবে আইনী প্রস্তুতি নিতে টোকিও’র আটক কেন্দ্র থেকে শিগগিরই ছাড়া পেতে যাচ্ছেন। খবর এএফপি’র।
টোকিও ডিস্ট্রিক্ট কোর্ট ৪৫ লাখ ডলারের মুচলেকা নিয়ে তাকে জামিন দেন। আর্থিক দুর্নীতির কারণে তার বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নিশানের তহবিল ব্যক্তিগত ব্যবহার করারও অভিযোগ রয়েছে।
বাসস/এমএজেড/১১১৫/এমএবি