বাসস দেশ-৩৯ : ডিসেম্বরে চালু হতে পারে ভোলাগঞ্জ নতুন বর্ডার হাট

218

বাসস দেশ-৩৯
বর্ডার হাট-বৈঠক
ডিসেম্বরে চালু হতে পারে ভোলাগঞ্জ নতুন বর্ডার হাট
সিলেট, ২৪ এপ্রিল ২০১৯ (বাসস) : চলতি বছরের ডিসেম্বরেই চালু হতে পারে ভোলাগঞ্জ নতুন বর্ডার হাট।
এ বিষয়ে সিলেটে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয় মঙ্গলবার। আজ বুধবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠকে বসেছে দুই প্রতিবেশি দেশের যৌথ কমিটি। বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম।
এছাড়া প্রতিনিধি দলে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান, যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা মিজানুর রহমান, মো. সেলিম হোসেন প্রমুখ।
ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব (বৈদেশিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া) ভূপিন্দর এস ভাল্লা। প্রতিনিধি দলে আছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কোঠারি, দেশটির আসাম অঙ্গরাজ্যের উপসচিব সাজ্জাদ আলম, মেঘালয় অঙ্গরাজ্যের উপপরিচালক উইনফ্রেড ওয়ারশং প্রমুখ।
বাংলাদেশ প্রতিনিধি দলে থাকা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাসির উল্যাহ খান জানান, গত বছর যৌথ কমিটির বৈঠক হয়েছিল ভারতে। এর ধারাবাহিকতায় এবছর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে বর্ডার হাটের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
বাসস/মকসুদ/এমএমবি/১৯৫৬/আরজি