বাসস দেশ-৩২ : মানবিকতা না থাকলে বিজ্ঞানের প্রয়োজনীয়তা নেই : ইয়াফেস ওসমান

158

বাসস দেশ-৩২
বিজ্ঞান-মানবিকতা
মানবিকতা না থাকলে বিজ্ঞানের প্রয়োজনীয়তা নেই : ইয়াফেস ওসমান
ঢাকা ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন,বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক মানুষের কল্যাণ ও মানবতার জন্য কাজ করেন। কিন্তু মানবিকতা না থাকলে সেই বিজ্ঞানের কোন প্রয়োজন নেই।
তিনি বলেন,‘আগে সবাইকে মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। বিজ্ঞানের চর্চা করতে গিয়ে মনুষ্যত্ব ভুলে কেউ কেউ বোমা বানিয়ে মানুষ মারছে। কোন বোমা কতো শক্তিশালী, কোন বোমায় কতো মানুষ মারা যায় তার প্রতিযোগিতা করছে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মিলনায়তনে ‘বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত প্রকল্প : ফলাফল ও প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।একইসঙ্গে তিনি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ানকে ‘পুষ্প শিশু’ সম্বোধন করে শোক প্রকাশ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাসস/সবি/এসএস/১৯২৫/কেএমকে