বাসস দেশ-২৮ : শিক্ষাখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

122

বাসস দেশ-২৮
শিক্ষামন্ত্রী-অর্থবরাদ্দ
শিক্ষাখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থবরাদ্দ করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনি ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আজ জাতীয় প্রেসক্লাবে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস এর আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে তারপরও শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থবরাদ্দ প্রদান করেছে। বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির ২২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সেমিনারে বক্তৃতা করেন।
বাসস/তবি/এসএস/১৮৩০/কেএমকে