বাজিস-৮ : নড়াইলে চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার অভিযান উদ্বোধন

132

বাজিস-৮
নড়াইল- চিত্রা ও নবগঙ্গা-কচুরিপানা
নড়াইলে চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার অভিযান উদ্বোধন
নড়াইল, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) জেলায় ‘ক্লিন নড়াইল গ্রিন নড়াইল কর্মসূচির’ আওতায় আজ চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার অভিযান শুরু হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের রূপগঞ্জের বাঁধাঘাটে এ কর্মসসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮২০/এমকে