বাজিস-৭ : শরীয়তপুরে মৌলিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

104

বাজিস-৭
শরীয়তপুর-সাক্ষরতা সমাবেশ
শরীয়তপুরে মৌলিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত
শরীয়তপুর, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস): জেলার গোসাইরহাট উপজেলাকে নিরক্ষরতামুক্ত করতে ঘোষণা করতে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় আজ বুধবার সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গোসাইরহাট উপজেলা সদরের সরকারী শামসুর রহমান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার মহাপরিচালক তপন কুমার ঘোষ।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের ও মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)-এর প্রকল্প পরিচালক আব্দুর রহমান।
স্বাগতবক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষার শরীয়তপুর জেলার সহকারী পরিচালক মোহা. হুমায়ুন কবির সরদার। আরও বক্তব্য রাখেন সার্প-এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, কোদালপুর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন স্বপন।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে এবং গোসাইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সার্প নামের একটি সংগঠন।
প্রধান অতিথি উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার মহাপরিচালক তপন কুমার ঘোষ বলেন, তৃণমূল পর্যায়ের সকলকে নিরক্ষরতামুক্ত করতে বর্তমান শিক্ষাবান্ধব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোসাইরহাটে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৮২০/এমকে