বাসস বিদেশ-৭ : দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫১ জনের মৃত্যু॥ উপদ্রুত এলাকায় যাচ্ছেন প্রেসিডেন্ট

125

বাসস বিদেশ-৭
দ.আফ্রিকা-আবহাওয়া-বন্যা
দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫১ জনের মৃত্যু॥ উপদ্রুত এলাকায় যাচ্ছেন প্রেসিডেন্ট
জোহানেসবার্গ, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা পূর্বাঞ্চলীয় ওই বন্যা উপদ্রুত এলাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
বুধবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে ভারী বর্ষণ হয়েছে। টানা বর্ষণের কারণে গত সপ্তাহান্ত থেকে দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
রামাফোসা এক বিবৃতিতে বলেন, ‘প্রাকৃতিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’
তিনি লিবিয়া ও সুদান পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে মিশর থেকে দেশে ফেরার পথে একথা বলেন।
উদ্ধারকর্মীরা তল্লাশী চালিয়ে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে। এতে মঙ্গলবার প্রাণহানির সংখ্যা ৩৩ জন থেকে বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
উদ্ধারকর্মীরা ভূমিধসের পর মাটির নিচে আটকা পড়াদের সন্ধানে তল্লাশী অব্যহত রেখেছে।
ভারী বৃষ্টিপাতে ভবন ধসে পড়ে এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়। এছাড়া পয়ঃনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
উপদ্রুত এলাকার মানুষকে উদ্ধারের জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া সংস্থাগুলো আরো বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।
আঞ্চলিক মন্ত্রী নোমুসা ডুবে-এনকুবে এসএ এফএম বেতারকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।’
বাসস/কেএআর/১৫২০/জুনা