বাসস বিদেশ-৪ : হংকংয়ের গণতন্ত্রপন্থী ২ নেতার ১৬ মাসের কারাদন্ড

153

বাসস বিদেশ-৪
হংকং-রাজনীতি-বিচার
হংকংয়ের গণতন্ত্রপন্থী ২ নেতার ১৬ মাসের কারাদন্ড
হংকং, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের দুই বিশিষ্ট নেতাকে বুধবার কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে বিভিন্ন বিক্ষোভ-সমাবেশ আয়োজনে তাদের ভূমিকা থাকায় এ সাজা দেয়া হলো। ওই আন্দোলনে নগরীটি কয়েক মাস ধরে অচল হয়ে পড়ে। এতে বেইজিং ক্ষুব্ধ হয়। খবর এএফপি’র।
ওয়েস্ট কোউলুন ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক জনি চান ৬০ বছর বয়সী সমাজবিজ্ঞানের অধ্যাপক চান কিন-মান ও ৫৪ বছর বয়সী আইনের অধ্যাপক বেনি তায়কে ১৬ মাসের কারাদন্ড দেন।
বাসস/এমএজেড/১১-০৫/এমএবি