ভারতের উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

397

নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুনাচল প্রদেশে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলংয়ের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব এবং রাজ্যের রাজধানী ইটানগরের ১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
এটি স্থানীয় সময় গত রাত ১টা ৪৫মিনিটে (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২০১৫ টা) আঘাত হানে।
রাজ্য সরকারের ওয়েবসাইটে বলা হয়, অরুনাচল প্রদেশ ভারতের কম ঘনবসতিপূর্ণ রাজ্য হলেও সেখানে ১২ লাখের বেশি লোকের বসবাস রয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তিব্বতে ভূমিকম্প অনুভূত হয়। ভারতের অরুনাচল প্রদেশের পাশে তিব্বতের অবস্থান।