বাজিস-১৫ : খুলনা নগরীর ১৫টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

148

বাজিস-১৫
খুলনা-টিসিবি-পণ্য বিক্রি
খুলনা নগরীর ১৫টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি
খুলনা, ২৩ এপ্রিল ২০১৯ (বাসস) : পবিত্র রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করেছে ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’ (টিসিবি)।
প্রাথমিক পর্যায়ে নগরীর ১৫টি পয়েন্টে ৫টি ট্রাকে করে চিনি, সয়াবিন তেল ও মুসুরির ডাল বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আগামী ২ মে থেকে ছোলা এবং খেজুর বিক্রি করা হবে।
এর আগে, টিসিবির খুলনার অফিস প্রধান মো. রবিউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পন্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ৫টি ট্রাকে করে ডিলাররা পণ্য বিক্রি করলেও নজরদারীর জন্য টিসিবির পক্ষ থেকে কয়েকজন তত্ত্বাবধানকারী থাকবেন।
আজ নগরীর বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা যায় যে, টিসিবি পন্য ক্রয়ে ক্রেতাদের ভিড় লেগে আছে।
টিসিবি’র পক্ষ থেকে এ বছর প্রতিকেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল প্রতিলিটার ৮৫ টাকা এবং প্রতিকেজি মুসুরির ডাল ৪৪ টাকা দরে বিক্রির নির্দেশনা রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯১০/-এমকে