বাসস দেশ-১৭ : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

116

বাসস দেশ-১৭
দুর্ঘটনা-হতাহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
ঢাকা, ২৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীতে গাড়ি চাপায় ২ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে মৎস্য ভবন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রিকসাচালক মো. সুমন (২৫)। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি রনগুন্ডাপাড়া। তিনি রাজধানীর শাহজাহানপুর রেল কলোনীতে থাকতেন।
অপর অজ্ঞাত ব্যাক্তির আনুমানিক বয়স ৬০।
আহতরা হলেন, শরীফ (২০) ও বাসের হেলপার নুর আলম (২৫) আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম আজ সকালে বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার সকাল ৭ টার দিকে মৎস্য ভবন সংলগ্ন সড়কে স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাসে ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে এক পথচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌঁনে ৮টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক কের থানায় নিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাসসকে জানান, ময়নাতদন্তের জন্য ২ জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭২৫/-এসই