বাজিস-১০ : ভোলায় ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

130

বাজিস-১০
ভোলা-ক্ষুদে বিজ্ঞানী-প্রতিষ্ঠা বার্ষিকী
ভোলায় ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলা, ২৩ এপ্রিল, ২০১৯ (বাসস): জেলার সদর উপজেলায় কেক এবং কেটে ও আবিস্কৃত বিভিন্ন প্রকল্প প্রদর্শনসহ নানা আয়োজনে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।
সংগঠনের সভাপতি অমিতাভ অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মজিনুর রহমান, রেডক্রিসেন্ট সম্পাদক আজিজুল ইসলাম, মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাংবাদিক হাসিব রহমান, ক্ষুদে বিজ্ঞানী সৌরভ গাঙ্গুলী প্রমুখ।
মেলায় প্রীতম রায়, বিভোর দত্ত, অমিত দে, মো. ইউছুফ, মো. নাঈম হাসানসহ একঝাঁক ক্ষুদে বিজ্ঞানী তাদের আবিস্কৃত প্রকল্প প্রদর্শন করে।
উল্লেখ্য, ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ ১৯৮৩ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। তখন থেকে জেলার একমাত্র বিজ্ঞান ক্লাব হিসেবে দীর্ঘ ৩৬ বছর নানা বিষয়ে গবেষনার পাশাপাশি শিশু-কিশোরদের বিজ্ঞানমুখি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
বাসস/এইচএএম/১৭০০/-এমকে