বাসস দেশ-৮ : হালনাগাদে নতুন অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে : কবিতা খানম

124

বাসস দেশ-৮
কবিতা-ভোটার-হালনাগাদ
হালনাগাদে নতুন অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে : কবিতা খানম
সিলেট, ২৩ এপ্রিল ২০১৯ (বাসস) : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রকৃত কোন ভোটার যেনো বাদ না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
আজ মঙ্গলবার সকালে সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘এবার হিজড়া জনগোষ্ঠিকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। যাদের বয়স ১৮ তাদের নাম তালিকায় তোলা হবে। উপযুক্ত কোন ভোটারের নাম যেন বাদ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।’
কবিতা খানম বলেন,‘ হিন্দু সম্প্রদায়ের মেয়েরা অনেকে আছেন যারা বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না। এবার এই বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।’
তিনি বলেন, নতুন নাম অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মৃত্যু সনদ যাচাই করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, নির্বাচন অফিস ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৪৪৫/এমএবি