বাসস দেশ-৭ : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার সব সময় সজাগ রয়েছে : আইনমন্ত্রী

134

বাসস দেশ-৭
আইনমন্ত্রী-গাড়ী হস্তান্তর
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার সব সময় সজাগ রয়েছে : আইনমন্ত্রী
ঢাকা, ১০ জুন, ২০১৮ (বাসস) : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার সব সময় সজাগ রয়েছে। এ কারণে শারীরিক পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।
তিনি বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’র যে কথা বলছেন তা খালেদার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। আজই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।’
আইনমন্ত্রী আজ রোববার সচিবালয়ে অধস্তন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য প্রাইভেটকার এবং মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
‘কারাবন্দি খালেদা জিয়া মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘খুব সম্ভবত গত পরশুদিন তিনি (খালেদা জিয়া) রোজা রেখেছিলেন। রোজা রাখার পর বিকেল ৩টা সাড়ে ৩টার দিকে পড়ে যাচ্ছিলেন। তখন তার যে একটা লোক আছে ফাতেমা.. সে তাকে ধরে ফেলে এবং তাৎক্ষণিক জেলের ডাক্তাররা তাকে দেখেন। দেখার পর…তিনি যেহেতু রোজা রেখেছিলেন তার সুগার লেভেল কমে গিয়েছিল বলে তারা জানান। একটা চকলেট খাওয়ার পর তা রিভাইভ করে।’
আনিসুল হক বলেন, বেগম জিয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন বলে শনিবার তার চিকিৎসকরা তাকে দেখেন। তার চিকিৎসকরা বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা মতো মনে হয় তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। সেটার পর আজকে তাকে যে সব পরীক্ষা-নিরীক্ষা করা দরকার…যে সব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে মাইল্ড স্ট্রোক হয়েছে কিনা, সেই ব্যাপারে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।
বাসস/এএসজি/বিকেডি/১৫৫৫/এমএবি