বাসস দেশ-১৯ : জাতীয় শিল্পনীতি ২০১৬ ও ইপিজেড শ্রম আইন-২০১৯ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

310

বাসস দেশ-১৯
শ্রম আইন-কর্মশালা
জাতীয় শিল্পনীতি ২০১৬ ও ইপিজেড শ্রম আইন-২০১৯ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ২২ এপ্রিল, ২০১৯ (বাসস) : অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শোভনকাজ ও কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে জাতীয় শিল্পনীতি ২০১৬, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ এবং ইপিজেড শ্রম আইন, ২০১৯ -এর ওপর এক কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ ইনস্টিটিউটঅব লেবার স্টাডিজ-বিলস-এর উদ্যোগে শনিবার এই কর্মশালার আয়োজন করা হয়।
রাজধানীর ধানমন্ডিস্থ বিলস সেমিনার হলে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন বিল্স এর ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া।
প্রবীণ শ্রমিক নেতা ও বিল্স উপদেষ্টা পরিষদের সদস্য রায় রমেশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, প্রবীণ শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন, নাইমুল হাসান জুয়েল, আনোয়ার হোসেন, এডভোকেট নজরুল ইসলাম প্রমুখসহ শ্রম আইন বিশেষজ্ঞবৃন্দ ।
কর্মশালায় ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর অসঙ্গতি দূর করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ইপিজেডে কর্মরত শ্রমিকরা যাতে তাদের শ্রমিক অধিকার থেকে বঞ্চিত না হয় তা অবশ্যই বিবেচনা করতে হবে।
এ ব্যাপরে শ্রমিক সংগঠনের পাশাপাশি দেশের সব সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সব শ্রমিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাসস/সবি/এমএআর/২০৫০/-কেকে