দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

274

ঢাকা, ২২ এপ্রিল, ২০১৯ (বাসস): ধর্ম প্রতিমন্ত্রী আ্যডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, সব সম্প্রদায়ের মধ্যেই কিছু দুষ্ট লোক থাকে,যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে সে সব দুষ্টুচক্রকে কঠোর হস্তে দমন করেছে।
ধর্ম প্রতিমন্ত্রী রোববার রামু উপজেলার রাংকূট বৌধ বিহার, রাংকূট জগতজ্যোতি শিশু সদন এবং শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিদর্শন শেষে উত্তর রাংকুট জগতজ্যোতি শিশু সদন প্রাঙ্গণে এক সর্বধর্মীয় মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রামু জনপদে হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছে তা শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের জন্য আদর্শ। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের বাস্তবছবি হচ্ছে কক্সবাজার জেলার রামু জনপদ।
তিনি এ সময় রামুর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সংস্কারে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।
কক্সবাজার সদর উপজেলা আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভুষন বড়ুয়া,সংসদ সদস্য বাসন্তী চাকমা,এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহির আহমেদ, ট্রাস্টি এডভোকেট দীপংকর (পিন্টু),হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলা অঞ্চলের ট্রাস্টি প্রিয়োতোষ শর্মা চন্দন, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের পরিচালক মো: শাখাওয়াত হোসেন প্রমুখ।