বাজিস-২ : গোপালগঞ্জের মুকসুদপুরে ওজনে কম দেয়ায় প্রায় দশ হাজার টাকা জরিমানা

134

বাজিস-২
গোপালগঞ্জ-জরিমানা
গোপালগঞ্জের মুকসুদপুরে ওজনে কম দেয়ায় প্রায় দশ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জ, ২২ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় ওজনে কম দেয়ার অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে নয়হাজার ৯শ’ টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় এ জরিমানা করা হয়।
মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে মেসার্স রবি মিষ্টান্ন ভা-ার, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভা-ার ও মেসার্স দিলীপ কু-ু স্টোরে এ অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, প্যাকেটের ওজন দেয়া, ওজনে কম দেওয়াসহ পন্যের মূল্যতালিকা না ঝোলানোর দায়ে মেসার্স রবি মিষ্টান্ন ভা-ারকে পাঁচহাজার টাকা, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভা-ারকে দুইহাজার টাকা ও মেসার্স দিলীপ কু-ু স্টোরকে ২ হাজার মোট ৯শ’ টাকা জরিমানা করা হয়।
মকসুদপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) লাবলু মাতুব্বরসহ কয়েকজন পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭২০/এমকে