বাসস দেশ-৫ : ঢাবি’র সাবেক শিক্ষক মো. আতাউর রহমান ভূইয়ার মৃত্যুতে উপাচার্যের শোক

138

বাসস দেশ-৫
শোক-সংবাদ
ঢাবি’র সাবেক শিক্ষক মো. আতাউর রহমান ভূইয়ার মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা, ১০ জুন, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক মো. আতাউর রহমান ভূইয়ার মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক ও দু;খ প্রকাশ করেছেন।
শুক্রবার নরসিংদীর শিবপুরে নিজ বাসভবনে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে মো. আতাউর রহমান ভূইয়ার শরীরে আগুন লেগে যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে আনার পর তাঁর মৃত্যু হয়।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, মো. আতাউর রহমান ভূইয়া বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. আতাউর রহমান ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
বাসস/সবি/এমএন/১৪৪০/এমএবি