বগুড়ার সারিয়াকান্দিতে ছয় হাজার একশ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

440

বগুড়া, ২২ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার সারিয়াকান্দি উপজেলায় চলতি খরিপ-১ মৌসুমে উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ পর্যন্ত ছয়হাজার একশ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিতক এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বগুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ^াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, প্রান্তিক কৃষক জিন্না মিয়া প্রমুখ।