বাসস বিদেশ-৫ : ভারতে গণপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার ১৫

162

বাসস বিদেশ-৫
ভারত-অপরাধ
ভারতে গণপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার ১৫
নয়াদিল্লী, ১০ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পুলিশ গণপিটুনীতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেফতার করেছে।
ওয়াটসঅ্যাপে ছেলেধরার গুজবে ওই লোক দুটিকে পিটিয়ে হত্যা করা হয়।
রোববার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের উপজাতীয় অধ্যুষিত এলাকায় শুক্রবার রাতে শিশু অপহরণের সন্দেহে দুই ব্যক্তিকে তাদের গাড়ি থেকে টেনে হিচরে বের করে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হতভাগ্য লোক দুজন গণপিটুনির শিকার হয়।
ইউটিউবের একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত লোক দুজন উত্তেজিত জনতার কাছে প্রাণভিক্ষা চাইছে।
রাজ্যের গুয়াহাটি নগরীর বাসিন্দা দুই বন্ধু একটি পিকনিক স্পট থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বলেন, ‘এই ঘটনায় আমরা ১৫ ব্যক্তিকে গ্রেফতার করেছি।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘গত তিন-চারদিন ধরে হোয়াটসঅ্যাপে শিশু অপহরণকারীদের (ছেলেধরা) বিষয়ে গুজব ছড়িয়েছিল। তাই গ্রামবাসীরা ওই অপরিচিত দুজনকে ছেলেধরা হিসেবে সন্দেহ করে।’
ভারতে ভুয়া খবর ছড়িয়ে গণপিটুনীতে এ ধরনের বহু ঘটনার নজির রয়েছে।
বাসস/কেএআর/১৪০০/কেকে